মধ্যাহ্ন's image
1 min read

মধ্যাহ্ন

Akshay Kumar BoralAkshay Kumar Boral
0 Bookmarks 10625 Reads0 Likes

মধ্যাহ্ন

একেলা জগৎ ভুলে পড়ে আছি নদিকুলে
পড়েছে নধর বট হেলে ভাঙ্গা তীরে ।
ঝিরি ঝিরি পাতাগুলি কাঁপিছে সমিরে ।
চাতক কাতরে ডাকে চরে বক নদিতটে
ডাকে কুবো কুব কুব লুকায়ে কোথায় ।
গাভী শুয়ে তরুতলে হংস ডুবে ওঠে জলে
তরি খানি তীরে বেঁধে মাঝি ঘরে যায় ।
পাশ দিয়ে নিয়ে জল আঁখি দুটি ঢল ঢল
কুলবধূ দ্রুত গেল লাজে চমকিয়া ।
দুরেতে পথিক দুটি চলে যায় গুটি গুটি
মেঠো পথ দিয়া ।
হৃদয় এলায়ে পড়ে যেন কি স্বপন ভরে
মুদে আসে আঁখিপাতা যেন কি আরামে ।
অন্যমনে চাহি চাহি কত ভাবি কত গাহি
পড়িছে গভীর শ্বাস গানের বিরামে ।
নিঝুম মধ্যাহ্ন কাল অলস স্বপন জাল
রচিতেছি অন্যমনে হৃদয় ভরিয়া ।
দুর মাঠ পানে চেয়ে চেয়ে চেয়ে শুধু চেয়ে
রয়েছি পড়িয়া ।

No posts

Comments

No posts

No posts

No posts

No posts