
উপহারের লাল গোলাপ, বিক্রি হোক না দোকানে,
আমার জন্যে আছে যত ভালোবাসা তোমার মনে,
থাক না সেটুকু গোপন আমাদেরই মনের কোনে !
এ ভালোবাসার কথা তো আমি, জানিই মনে মনে,
প্রকাশ নাহয় নাই বা হলো তা, আমাদের আচরণে ।
অযথা হৈ-হট্টগোল, লোক দেখানোর নেই দরকার,
কে জানে, লাগতেও পারে এতে কারো খারাপ নজর !
তার চেয়ে চলো বরং মিছেমিছি একটু ঝগড়া করি,
গলার জোরে না পারলে, দেবো না হয় একটু আড়ি !
তারপর কয়েকদিন বেশ, থাকবে একদম কথা বন্ধ,
বোবা হয়ে জানি অবশ্যই, জিতে যাবে তুমি নিশ্চয়ই।
এদিকে আমার পেট ফুলে ঢোল, অবস্থা প্রায় দমবন্ধ!
আমি নয়, আগে আমার হৃদয় নিঃশব্দে কথা বলবে,
পালস্,হার্ট রেট,প্রেশার,চোখের জল,শুকনো মুখ___
সেই নিঃশব্দ-চিৎকার তুমি কি সহ্য করতে পারবে?
আমার চেয়ে বেশি আমাকে চেনো, ভালোবাসো যে !
কি এসে যায়, হয় তুমি নয় আমি, আড়ি তো ভাঙবে।
এসব ঝগড়া তো আমাদের আরো বেশি কাছে আনে,
ভালোবাসার সাথে অভিমান না মিশলে তা পানসে,
কেমন যেন ফিকে,মন কি আর ভরে শুধুই মিষ্টি রসে !
টক, ঝাল, নোনতা,মিষ্টি সব স্বাদ থাকা চাই জীবনে।
No posts
No posts
No posts
No posts
Comments