
কলকাতার বাস ? উরি বাবা ! পেন্নাম হই !
নামতে পারলে বাঁচি, উঠতে কি আর চাই ?
ঠেকায় পড়লে উঠতেই হয়, যখন থাকেনা উপায়।
আগে ছিল ঠেলাঠেলি ভিড়, এখন ততটা নয়,
কিন্তু তাতে ড্রাইভার দাদাদের কি এলো গেলো !
তাদের তো অতি ঘন ঘন ঘ্যাঁক করে ব্রেক কষা চাই।
আর কন্ডাক্টার ভাইদের তাড়া আরো অনেক বেশি,
ওদের কাজ যেন শুধু টিংটং করে ঘন্টা নাড়াটাই !
যাত্রী ঠিকঠাক উঠতে পারলো কি না, হয়তো ঝুলছে,
নামতে গিয়ে মাটিতে পা রাখতে পারলো কি না ____
সে সব দেখার মতো সময় কি আর ওদের আছে ?
তবে একটা ব্যাপার দেখে কিন্তু অবাক হতেই হলো,
আধুনিকাদের অযথা চক্ষুলজ্জা আর মোটেও নেই !
ফিটফাট খোলাচুল জিন্স, হয়তো ওয়ার্কিং লেডি,
টিফিনটা ঠিক সময়ে করা হয়নি কোনো কারণে,
বাসের সিটে বসে বসে টিফিনবক্স থেকে একমনে,
গুছিয়ে কাটা আনারসের টুকরোগুলো মুখে ঢোকায়!
কোনো পরোয়া নেই, ভাবেনা, কেউ যদি লোভ দেয় !
বুঝি, যুগ পার হলে মানুষ ও চারপাশ বদলে যায়,
কিন্তু কলকাতার বাসের চলার সেই একই ধরন !
এটা পাল্টানোর কি কোনোরকমের নেই উপায় !
No posts
No posts
No posts
No posts
Comments