গ ল প's image
Share0 Bookmarks 25 Reads1 Likes

চুপ করে থাকতে থাকতে মাঝে মাঝে হাঁফিয়ে উঠি,

জীবনের এই মেলা থেকে আনন্দ নিতে চাই লুটি।

আমি কথা বললেই তো বকবক, যুক্তি, তর্ক, ঝগড়া,

"একটু ঝগড়া করবে ?" বললেই দেবে তুমি বাগড়া।

সোজা সাপটা উত্তর, "আমি তো ঝগড়া করি না !"

একাই যদি একটু চেষ্টা করি তোমাকে খেপাবার,

বলবে,"একটু চুপ করো তো ! মাথা ধরেছে আমার !"

অথবা রইবে বোবা কালা সেজে একদম চুপচাপ,

এতো চুপ করেও থাকতে পারো_____ বাপ রে বাপ !

আমি যে নিজেও ঝগড়ায় পটু, তা তো মোটেই নয়,

তবে এটা সত্যি,প্রতিপক্ষ ছাড়া ঝগড়া ঠিক জমে না।

পরিচিত জগতের লোক জানে, সহজে রা কাড়িনা।

তবে তোমার সাথে ঝগড়া করতে আমার সাধ হয় !

আসলে তোমার ভাবলেশহীন গম্ভীর মুখ দেখতে হয়।

রাগলে তোমায় কেমন দেখায়,অথবা খুব হাসি পেলে,

তুমি কি নিজেও সেটা জানো, তাকাও তো অবহেলে !

আমি তাই , তোমাকে একটু বেশি কথা বলাতে চাই,

ঝগড়া করতে চাইবার আসল উদ্দেশ্য তো সেটাই !

আচ্ছা বেশ, ঝগড়াটা নাহয় আপাতত নাই বা করলে,

চুপ তো করতেই পারি, রোজ নতুন নতুন গল্প বললে।

এই শুধু আবদার ! কি ? শুনে কি তুমি রাগ করলে ?




No posts

Comments

No posts

No posts

No posts

No posts