একুশের ভাই's image
Share0 Bookmarks 6 Reads0 Likes

"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি",

বাঙালীর মনে থাকবেন, আবদুল গাফফার চৌধুরী।

রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত, আরও...

কত দিদি ও মায়েদের বুক সেদিন খালি হয়েছিল !

এই বসন্তেই রক্তে রাঙা হয়ে উঠেছিল পথের ধূলো।

রক্ত,মন্দার,নাকি বেশি লাল কৃষ্ণচূড়া,পলাশ,শিমুল !

মৃত্যুর পরেই বোঝা যায় কে কতটা ছড়িয়েছিল মূল।


রায়গঞ্জের তরুণ সাংবাদিক, বিশ্বনাথ বসাক নাম,

"খাস খবর" এর সম্পাদক, ভাই বলেই জানতাম।

আজ একুশে ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যুর খবর পেলাম!

হয়ত দেখিয়েছে দিন দুয়েক আগেই টিভি চ্যানেলে,

কি করে জানব এসব, স্থানীয় চ্যানেল না চালালে !

ফোনটা দুপুরে এসেছিল,বিশ্বনাথ নামটাই ভেসেছিল,

মানুষটা আর বেঁচে নেই, তা কে আন্দাজ করেছিল !


No posts

Comments

No posts

No posts

No posts

No posts