নীলপদ্ম's image
Share0 Bookmarks 49422 Reads0 Likes
তোমার কৃপা দৃষ্টি পেলে আমি জিতে যেতে পারি,
তুমি আশীর্বাদ করলে আমি একাই রাবন মারি।
আমি তো বুনো ফুলেই তোমার পূজো মন দিয়ে করি,
একবার তুমি তাকালেই আমি তো কৃতার্থ বোধ করি।
কিন্তু তুমি তো রাবনকে আশ্রয় দিয়ে বসে আছো,
আমার পত্নী সীতার কথা কি একটুও ভেবেছো ?
জানি, অসময়ে তোমার বোধন আমি করেছি,
বাধ্য হয়েই অকালে পূজো করে বিরক্ত করেছি।
রাজা সুরথের মতো নিজে হাতে মাটির ঠাকুর গড়েছি
পূজোর জন্যে, ঠিক একটা বেলতলা খুঁজে নিয়েছি।
নিষ্ঠা আমার তোমার রাবনের চেয়ে এতটুকু কম নয়,
তুমি দৃষ্টি দিলেই, জানি, আমার জয় হবে নিশ্চয়।
বিভীষণের কথায় নীল পদ্মের খোঁজ শুরু করি,
শুধু মাত্র দেবীদহতেই নীল পদ্ম

No posts

Comments

No posts

No posts

No posts

No posts