
Share0 Bookmarks 37 Reads0 Likes
আমি তুলিকা, তোমাকে শুভ সন্ধ্যা বলতে পারিনা,
আমি জানি, তোমার ওখানে এখনি সুর্যাস্ত হয়না।
এখন এখানকার আকাশে গোল পূর্ণিমার চাঁদ,
কিন্তু জোছনার আর কতটুকু ক্ষমতা বলো ?
একসাথে পুরো পৃথিবীতে আলো ছড়াতে পারে না।
একটা সময়ে চাঁদের আলো আসবে তোমারও পাশে,
অবশ্য তখন যদি মেঘ না জমে তোমার আকাশে !
অত রাতে হয়তো গভীর ঘুমে ঘুমিয়ে থাকবো আমি,
চাঁদকে দেখে কি আমার কথা ভাববে তখন তুমি ?
জোনাথন ! আমি তোমার একটি মাত্র ছবি দেখেছি,
আর তুমি আমার ছবি দেখেছো হয়তো খান কয়েক।
সোস্যাল মিডিয়াতেই হয়েছে বন্ধুত্ব আর পরিচয়,
ফর্সা নই, আমি শ্যামলা রঙের বাঙালি নারী এক ।কোনোভাবে আজ যদি হঠাৎ দেখা হয় দুজনার,
হাজার ভিড়ের মাঝে তুমি কি চিনবে আমায় ?
বলো না বন্ধু, ওগো, তুমি যে সুজন বন্ধু আমার!
জানি তো, বুঝেছি, নও লম্পট কিংবা চরিত্রহীন,
কথাটা সোজাসুজি তোমাকে বলেছিলাম সেদিন।
শুনে খুশিতে তুমি নাকি উঁচু হয়ে গেছিলে ইঞ্চি তিন!
তোমার গম্ভির মুখের সেই ছবিটা আমার পছন্দ নয়,
তোমার মুখের অমলীন হাসি দেখতে বড় ইচ্ছে হয়।সুদূর দক্ষিণ আফ্রিকার মালভূমিতে তোমার বাড়ি,
আচ্ছা বলতো বাড়িটি কি তোমার মাটির তৈরী ?
তোমার বাড়ির আশে পাশে ল্যাঞ্জা তুলিকারা আসে?
ওদের কলকাকলি শুনে কিংবা কখনও ওদের দেখে,
তোমার মনে কি, এই বাংলার কলবলানি মিষ্টি ভাষা,
কিংবা এই তুলিকা নামের মেয়েটার ছবি মনে ভাসে !
No posts
No posts
No posts
No posts
Comments