আসল মা's image
Share0 Bookmarks 48646 Reads0 Likes
মেয়ে জন্মের পরম প্রাপ্তি তো জানা কথাই মাতৃত্ব,
যদিও এতে আছে অনেক কষ্ট, তবে কথাটা সত্য।
মেয়েবেলাটা কেটে যেতো রান্নাবাটি খেলা করতে, 
বড় হয়ে কবে নিজে মা হবে তা ভাবতে ভাবতে। 
তবে ব্যতিক্রম বরাবরই ছিলো, আছে ও থাকবে। 
আশা ছিল যে, সমাজ ভালো টুকু বেছে নেবে। 
আগে বিত্তবান কিছু বাড়িতে রাখা হতো দুধ মা, 
অসম্মত হতেন মাতৃদুগ্ধ করাতে পান, আসল মা।
দিন পাল্টেছে,খুব ভালো,মেয়েরা পড়াশোনা শিখছে,
নিজের পায়ে দাঁড়াতে পারছে, স্বাবলম্বী হচ্ছে।
কিন্তু কারো কারো যে এতে মাথাটাও বিগড়ে যাচ্ছে!
প্রথম অসুবিধে হলো, বিয়েতে আপত্তি, কেন করবে?
কাউকে পছন্দ হলে একসাথে লিভ টুগেদারই যথেষ্ট, 
কথায় অথবা আচরণে অনেকেই বুঝিয়ে দেয় স্পষ্ট।
বিয়ে করলেও আরেকটা চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে, 
সন্তানের জন্ম দেওয়ায় পুরুষ ও প্রকৃতির অবদান, 
হওয়া চাই তুলা দন্ডে মেপে একদম সমান সমান। 
এখানেও ব্যবসায়িক মনোবৃত

No posts

Comments

No posts

No posts

No posts

No posts