আনন্দ স্বাধীনতায়'s image
Poetry3 min read

আনন্দ স্বাধীনতায়

Paula BhowmikPaula Bhowmik May 20, 2022
Share0 Bookmarks 49335 Reads0 Likes
স্বাধীনচেতা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় শুধু নয়,
আগে এবং এখনও কিছু মানুষ স্বাধীনচেতা হয়।
ঈশ্বর নামে দেখেছি আরও একজন, আশ্চর্য তা নয়।
ভগবান চন্দ্র দাস, নামেও ছিলেন একজন মানুষ,
"স্বাধীন" নাম হয় মানুষের, অনেকটা যেন ফানুস।
নিজে কতটা স্বাধীনতা পায় তা তো জানা নেই,
তবে বড়দের কাছে সে, বকা তো খেয়েছে নিশ্চয়ই।
আসল কথা হলো, এই বিশ্বে কেউ সত্যি স্বাধীন নয়,
সত্যিকারের স্বাধীনতা বলে আদৌ কি কিছু হয় ?
এ তো জানা কথা যে অরুণ, অদিতিকে ভালোবাসে,
কিন্তু এ কথা শুনে বিশ্বব্রহ্মান্ডের সকলেই যে হাসে !
মেঘলা দিনে কোথায় এখন প্রমাণ পাওয়া যায় !
সূর্য যে চুপি চুপি হলেও রোজ দেখা দিয়ে যায়।
দূপুরের রোদে তো সকলেরই আকাশে তাকানো দায়,
কিন্তু সকালে সবদিন কি আর অরুণকে দেখা যায় ?
শীতের দিনে দেখা যেতো ওকে দক্ষিণ-পূর্ব আকাশে,
কিন্তু নিয়মে বাঁধা গতিপথ,আজ সকালে হঠাৎ দেখি,
ওমা! কি

No posts

Comments

No posts

No posts

No posts

No posts