
এখানে নদীর মত এক দেশ
শান্ত, স্ফীত কল্লোলময়ী
বিচিত্ররূপিণী অনেক বর্ণের রেখাঙ্কন
এ-আমার পূর্ব বাংলা
যার উপমা একটি শান্ত শীতল নদী\’’
(আমার পূর্ব বাংলা - এক)
‘‘আমার পূর্ব-বাংলা একগুচ্ছ স্নিগ্ধ
অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়
একটি প্রগাঢ় নিকুঞ্জ
সন্ধ্যার উন্মেষের মতো
সরোবরের অতলের মতো
কালো কেশ মেঘের সঞ্চয়ের মতো
বিমুগ্ধ বেদনার শান্তি
আমার পূর্ব-বাংলা বর্ষার অন্ধকারের অনুরাগ
হৃদয় ছুঁয়ে-যাওয়া
সিক্ত নীলাম্বরী
নিকুঞ্জের তমাল কনক-লতায় ঘেরা
কবরী এলো ক'রে আকাশ দেখার মুহূর্ত’’
(আমার পূর্ব-বাংলা- দুই)
‘‘আমার পূর্ব-বাংলা অনেক রাতে গাছের
পাতার বৃষ্টির শব্দের মতো
কখনও মৃদঙ্গ, হঠাৎ কখনও বেহালা-
একসময় বাঁশীর সুর
যখন রাত্রে একাকী ঘুম ভাঙে
অনবরত কোমল কোলাহলে
স্বপ্নের মত পাতায় পাতায়
শব্দকে দেখি
তার আকুল বিকাশ
অন্ধকার আকাশের চেতনার মতো
যে-চেতনা এক সময় অতল অবলুপ্তি
এক সময় কালো চোখের তন্দ্রা
এক সময় বিদ্যুৎ-বিকাশ
এক সময় হঠাৎ জাগরিত বজ্র এবং
চোখ-চেয়ে-দেখার কথায়
ভরপুর
আমার পূর্ব বাংলা অনেক রাত্রে
গাছের পাতায় বৃষ্টির শব্দের মতো’’
No posts
No posts
No posts
No posts
Comments