শ্রীরামের কৈকেয়ী সম্বোধন's image
3 min read

শ্রীরামের কৈকেয়ী সম্বোধন

Mahakavi Krittibas OjhaMahakavi Krittibas Ojha
0 Bookmarks 584 Reads0 Likes

শ্রীরামের কৈকেয়ী সম্বোধন

আইল দেশেতে রাম আনন্দ সবার |
শুনিলা কৈকেয়ী রাণী শুভ সমাচার ||
অভিমানে কৈকেয়ীর পরিপূর্ণ আঁখি |
কথা কি কবেন রাম মা বলিয়া ডাকি ||
যদি রাম পূর্বমত করে সম্ভাষণ |
রাখিব এ দেহ নহে ত্যজিব জীবন ||
এতেক ভাবিয়া রাণী হৈল অধোমুখ |
করেতে রাখিল এক বিষের লড্ডুক ||
যদি রাম মা বলিয়া না ডাকে আমারে |
ত্যজিব এ পাপপ্রাণ বিষপান করে ||
এত বলি অভিমানে রহিলেন রাণী |
অন্তরে জানিল তাহা রাম রঘুমণি ||
হইল ব্যথিত প্রাণ বিমাতার তরে |
আগেতে চলিলা রাম কৈকেয়ীর পুরে ||
ধুলায় বসিয়া রাণী বিরস বদন |
হেনকালে রাম গিয়া বন্দিল চরণ ||
কৈকেয়ীরে শ্রীরাম কহেন জোড় করে |
দেখিতে আইনু মাতা চৌদ্দ বর্ষ পরে ||
অরণ্যেতে পড়েছিনু অনেক প্রমাদে |
উদ্ধার হয়েছি সবে তব আশির্ব্বাদে ||
লজ্জা পাইয়া কৈকেয়ী কহে রঘুনাথে |
কোন্ দোষে দোষী আমি তোমার অগ্রেতে ||
বনে গেলে দেবতার কার্যসিদ্ধি লাগি |
আমারে করিলে কেন নিমিত্তের ভাগী ||
তুমি গোলোকের পতি জানে এ সংসার |
অবতার হয়েছ হরিতে ক্ষিতিভার ||
সংসারের সার তুমি কে চিনিতে পারে |
সূর্যবংশ পবিত্র তোমার অবতারে ||
অরি মারি দেবতার বাঞ্ছা পুরাইলি |
আমার মাথায় দিয়া কলঙ্কের ডালি ||
বাছা রাম বলি তোরে আর এক কথা |
এত যে দিতেছ দুঃখ জানিয়া বিমাতা ||
চিরকাল ভরতের বাড়া স্নেহ করি |
কুবোল বলিনু মুখে তোমার চাতুরী ||
সর্বঘটে স্থায়ী তুমি সুখদুঃখ দাতা |
এতেক দুর্গতি কৈলে জানিয়া বিমাতা ||
লজ্জিত হইয়া রাম হেঁট কৈল মাথা |
জোড়হাত করে রাম কহিছেন কথা ||
কৈকেয়ীরে তোষে বলি বিনয় বচন |
তব দোষ নাহি মাতা দৈব নির্বন্ধন ||
কালেতে সকলি হয় বিধির নির্বন্ধ |
তোমার প্রসাদে আমি বধি দশস্কন্ধ ||
তোমা হৈতে পাইলাম সুগ্রীব সুমিত |
সংকটেতে করিল সুগ্রীব বড় হিত ||
তোমার প্রসাদে করি সাগর বন্ধন |
রাবণে মারিয়া আমি তুষি দেবগণ ||
জানিলাম লক্ষণের যতেক ভকতি |
জানিলাম সীতী দেবী পতিব্রতা সতী ||
তোমা হইতে ধর্মাধর্ম জানিলাম মাতা |
ছল বাক্যে কৈকেয়ী দ্বিগুণ পাইল ব্যথা ||
সবার আনন্দ হৈল রাম দরশনে |
আনন্দে রহিল রাম মাতার ভবনে ||
কেহ নাচে কেহ গায় মনের হরিষে |
লঙ্কাকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে ||

No posts

Comments

No posts

No posts

No posts

No posts