পিতার's image
0 Bookmarks 187 Reads0 Likes

পিতার বিয়োগ অমিত অর্থ আসিল যুবার করে,
নিরজনে তারে প্রকৃতি গড়েছে ঘন অনুরাগ ভরে।
সে বছর হল অন্ন-অভাব --- এ সারা বাংলা জুড়ি’---
আহার অভাবে পলে পলে মরে ছেলে মেয়ে বুড়া বুড়ী।
অনশন-ক্ষীণ তনয়ের মুখ চাহিয়া মরিল মাতা,
বড় বড় হায় জমিদার-ঘরে দু’বেলা পড়ে না পাতা।
তখন দয়ালু, স্বভাব দুলাল- অগ্রদানীর ছেলে-
দুহাতে তাহার ভাণ্ডার দিন গরিবের তরে ঢেলে।
খুলি’ দিল শত অন্নসত্র--- প্রচুর পান্থশালা,
আপনি খাইল গরিবের সনে একসাথে পাতি থালা;
কষ্টার্জিত অর্থ পিতার দীন হীনে দিল বাঁটি –
চতুর যাহারা বলিল, এ বেটা একেবারে হল মাটি।

 

No posts

Comments

No posts

No posts

No posts

No posts