পিতা চলে's image
1 min read

পিতা চলে

Kumud Ranjan MullickKumud Ranjan Mullick
0 Bookmarks 159 Reads0 Likes

পিতা চলে গেলে একাকী বালক দেখে আনমনে বসি’,
গাছে থলো থলো আমগুলি যেন পড়িবারে চায় খসি’।
দেখে গাছ ভরে ফলিয়া রয়েছে শ্যাম নারিকেল-কাঁদি,
স্নেহের সলিল তৃষিতের লাগি’ রাখিয়াছে যেন বাঁধি,
অশ্বথ গাছে নব কিশলয়- অরুনাভ কচিপাতা,
কবে ছায়া দান করিতে পারিবে তারি লাগি’ ব্যকুলতা।
দেখিয়া দেখিয়া ভরে উঠে আহা ছোট বালকের বুক,
ভাবে মনে মনে অজ্ঞাতে যেন - দানের কতই সুখ।
সন্ধ্যায় পিতা ডাকে নাম ধরি, যেমন দুয়ারে আসি’-
ত্বরিতে বালক খুলি দেয় দ্বার মুখেতে ধরে না হাসি।
পরদিন গৃহে রাখি তনয়েরে পিতা চলে যায় প্রাতে,
বৎসর যেন সুখস্মৃতি রাখে পুরানো পাঁজির পাতে।

No posts

Comments

No posts

No posts

No posts

No posts