থ্যাঙ্কস এমনিই's image
Poetry1 min read

থ্যাঙ্কস এমনিই

Paula BhowmikPaula Bhowmik February 19, 2023
Share0 Bookmarks 16 Reads0 Likes

মোটামুটি নিস্তব্ধ সেই গলিটা, রাত তখন প্রায় দশটা,

এক দম্পতির উল্টো‌দিক থেকে আসা সেই ছেলেটা !

মাথায় টুপি, ফুল স্লিভ, ট্রাউজার, হেড়ে গলায় বলে,

"কি কাকা, এত রাতে এদিক পানে কোথায় চললে?"

"এই তো ওই দিকে, কেন আমাকে চেনা মনে হচ্ছে ?"


"হ্যাঁ.............."


"কিরকম করে চেনা ? কোথায় দেখেছো আমাকে ?"


একদম চুপ,মাথা চুলকোনোর ভাব,একটু তোতলায়,

"কি ই মুশকিল, সম্মান দিলাম, অসুবিধে কোথায় !"


"না, না, অসুবিধে কি, এটা অসুবিধের কথা নয়।

আচ্ছা ঠিক আছে, এখন এসো, আমরাও আসি।"


হাঁফ ছেড়ে বাঁচে, "ওকে,ওকে,গুডনাইট এন্ড থ্যাঙ্কস্"


"গুডনাইট ! বাট হোয়াই থ্যাঙ্কস ?"


"এমনিই..........."


ছেলেটির অবস্থা__বাপরে! ছেড়ে দে মা কেঁদে বাঁচি !

মনে মনে হয়তো ভাবে,এ কাদের পাল্লায় যে পড়েছি !


No posts

Comments

No posts

No posts

No posts

No posts