
উঠেছে হৈ হৈ রব আকাশে বাতাসে কানাকানি,
এসে গেছে জানুয়ারী, আমরা তো সকলেই জানি।
পড়েছে ডালিয়া চন্দ্রমল্লিকাদলের মধ্যে হুড়োহুড়ি,
কত না হলো বাসা বদলের পালা, ছোটো থেকে বড়,
টব থেকে টবে প্রতিস্থাপন, পরিচর্যা কতো রকমারি ।
হিংসে কোরোনা মাটির গাছ,তোমরা তো শক্তিশালী !
আছো যত জবা,রঙ্গন,করবী,টগর,কামিনী,শেফালী,
এ তো জানা কথা, টবের গাছের যত্ন চাই বাড়াবাড়ি ।
ফুলের মেলায় যাবো গাড়িতে চড়ে আমরা সকলেই,
দলে দলে মানুষেরা আমাদের দেখতে তো আসবেই।
হোক না সাজানো বাগান তাতে কার কি এলো গেল !
ভিড়ের মাঝে যে যার মতন করবো সবাই ঝলোমলো,
ট্যাগে "আমাকে দেখুন" নয়, থাকে মালিকের নাম,
হাসি ফুটিয়েছেন আমাদের মুখে, জানাই সেলাম।
ছোটো গাছে যদি দেখে, কমলালেবু ধরে আছে,
তা দেখে শিশুরাও তখন করতালি দিয়ে নাচে !
মালিদের কাছে ফুল-ফলের চারাও পাওয়া যায়,
অন্য সময়ের চেয়ে একটু কম দামে বিক্রি করে দেয়।
এ সময়ে বেশি বিক্রিতে একটু রোজগারের আশায়।
সারা বছর মন দিয়ে ওরা যে ওদের কাজ করে যায়,
না কিনলেও ফুল দেখে, লোকের মন তো ভালো হয় !
No posts
No posts
No posts
No posts
Comments