সবুজে লাল's image
Share0 Bookmarks 30821 Reads0 Likes

ঘটনাটা ! তা প্রায় বছর আট, নয় আগের হবে,

জুলাই মাসের অরন্য সপ্তাহের কোনো এক দিনে,

আলোচনা করছিলো স্কুলে,ছেলেদের মায়েরা সবে।

নতুন শুনলাম, কর্নজোড়ার ফরেস্ট অফিসে নাকি,

গাছের চারা করা হয় বিলি, আমাকেই তো শোনাবে!

তার কদিন আগেই স্কুলের গেটের দক্ষিণ পাশে,

পাম গাছের তলে, শিশু পাম চারা গুলো বেশ হাসে।

আমি ওদের অন্ততঃ একজনকেও বাঁচাবো ভেবে,

অতি যত্নে, সাবধানে মাটি খুঁড়ে তুলে এনেছি বাড়ি।

দেখে তারা মনে ভাবে,আছে এদের কোনো জমিদারী,

একদিন এই চারাটাও বড় হবে, নিজেকে কি ভাবে ?

বালিকা নাকি অবোধ শিশু ? পড়নে তো দেখি শাড়ি !

স্কুলের মতোই বাড়ির গেটের পাশে আজ তার গুঁড়ি।

সেদিন ম্যাজিক গাড়িতে চেপে হাজির দুজনে মিলে,

অফিসার মাথাপিছু একটা গাছ পছন্দ করতে দিলে,

ছোটোবেলা থেকেই লাল কৃষ্ণচুড়া ফুলের ডাল !

হাতছানি দেয় আমাকে, যেন লাল সবুজের ভেলকি!

মনে পড়ে বাবার লাগানো সাদা ইউক্যালিপটাস,

সরকারি কোয়ার্টারে পাতা ঝরিয়ে ছড়াতো সুবাস

No posts

Comments

No posts

No posts

No posts

No posts