পৌনে পাগল's image
Share0 Bookmarks 10 Reads0 Likes

পৌনে পাগল আগেই ছিলাম, পুরো হতে একটু বাকি,

চারদিকেতে পাগল খুঁজে খুঁজে, এখন আমি দেখি !

মোটে একটি পাগল খুঁজে পেলে, খুশি হই অল্পেই,

ষোলোআনা হতে চেয়ে, লাফ দিই তাই একা একাই,

পায়ে ব্যাথা লাগতে পারে, সেই কথাটাও ভুলে যাই।

চিৎকার করে ইউরেকা বলার উপায় তো আর নাই।

সবাই এসে বলবে তখন, কি এমন পেলে তা দেখাও!

পাগল খুঁজে পেয়েছি, একথা জানলে আর রক্ষে নেই,

নির্ঘাত আমায় ধরে সকলে, পাগলা গারদে পাঠাবেই।

চল্লিশ হাজার পাগল ছিল যেন এক স্বপ্নের দেশে,

ওখানে সবাই যেন পাগল, মানুষকে ভালোবেসে !

চারুমতি নামে কন্যা ছিল নাকি,অশোক বনের ছায়ে,

অশোক ফুল ও পাতার হাওয়া লাগাতো তারা গায়ে ।

শোক ভুলে পাগল হতে পারলে সে সুখের সীমা নাই,

কামনা ছাড়া ভালোবাসায় পাগল হোক না সকলেই !

কৃষ্ণ পাগল, গৌর পাগল, কারো মুখে হরেকৃষ্ণ নাম,

বামাক্ষ্যাপাও গিয়েছিলেন পাগল দেখতে কাশী ধাম।

বৌ মারলেও হাসেন যিনি, আর এক পাগল তুকারাম,

গোটা আখ হলো দুটুকরো, খাও দুজনে, কি আরাম !

অকর্মায় দেশ গেছে ভরে, দাও ওদেরো পাগল করে,

বলুক সবাই, হরে কৃষ্ণ,হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।


No posts

Comments

No posts

No posts

No posts

No posts