
Share0 Bookmarks 32 Reads0 Likes
আমাকে দেখে অনেকেই পায় ভয়, আমি যে হিটলার,
তবে আপনাকে দেখে আমি ভীত, কি নাম আপনার?
ওইটাই তো চাই, খুশি হলাম, মোগাম্বো নাম আমার।
এ জীবন হলো ধন্য আমার, সেলাম মোগাম্বো স্যার!
পোকামাকড়দের মানুষ তুচ্ছ তাচ্ছিল্ল করে হামেশাই,
অথচ এই পৃথিবীতে আসলে রাজত্ব করি আমরাই ।
সামান্য মশা ও আরশোলাই ওদের করে নাজেহাল,
আসলে আমাদের তো বেশি পছন্দ মাঠ ঘাট জঙ্গল।
খবর জানেনা লোকে, আন্ডারগ্ৰাউন্ডে আছি বলেই,
চেহারা দেখলে মনে হয় ভিরমি খাবে ওরা অনেকেই।
হিটলার, একটা কথা মাথায় ভালো করে নাও গেঁথে,
একটা নিয়ম আছে আমাদের এই মস্তানির পথে____
কথাটা জানি, রাগ তোমার আছে যথেষ্ট পরিমাণে,
কিন্তু বেশি কথা বললে, লোকে কি আর বেশি মানে ?
কথা যত কম বলবে, মনের ভাব লোকে কম বুঝবে,
আর না বুঝতে পারলে, গম্ভীর মুখ দেখেই ভয় পাবে।
No posts
No posts
No posts
No posts
Comments