মিঠাই ওয়ালা's image
Poetry2 min read

মিঠাই ওয়ালা

Paula BhowmikPaula Bhowmik January 27, 2023
Share0 Bookmarks 47735 Reads0 Likes

শুনছো নাকি ও হে ! ও মিঠাইওয়ালা,

শুধুমাত্র এক ফানেলেতে দিয়ে গোলা !

ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের গরম তেলে,

কি করে বানাও তুমি জিলিপির শেকল-মালা !


কান্ড দেখে অবাক আমি, কাজটায় তুমি বেশ দড়!

হাতের আঙুলগুলো তোমার, যেন রেগুলেটর,

কখনো বেশি, কখনো কম, গোলা পড়ে ঝরঝর।

পাশ থেকে হঠাৎ করে, হেঁকে ওঠেন আমার বর ।


"কি ? নেবো নাকি ক খানা জিলিপি ? খাবে নাকি ?"

"না, না, কি মুশকিল ! আমি কি লোভ দিচ্ছি নাকি !"

"সে কথা নয় ! নিতে পারি যদি তোমার ইচ্ছে হয় ।"

"হুঃ তারপরেই তো বলবে,তোমার না আছে সুগার ! "


"আরে সে তো আমারও আছে,‌ কার নেই সুগার !

না খেলে, কি করে মিষ্টি বিক্রি করবে দোকানদার?"

এমন কথা শুনে, আমার মুখে আস

No posts

Comments

No posts

No posts

No posts

No posts