ক(k)'s image
Share0 Bookmarks 39 Reads0 Likes

কবি নই আমি, কিন্তু ভালোবাসি যে কবিতা,

মাথায় যা কিছু আসে লিখে ফেলি তা।

কারো কারো হয়তো পড়তে একটু ভালো লাগে,

কেউ আবার ভাবে, কাঁচা কাজ, একদম যা তা !

আমি ভাবি, লিখলে কি আর এমন ক্ষতি !

লাগছে না তো কলম, কালি অথবা খাতা ।

শুধু পড়তে গিয়ে কারোর না হোক মাথা ব্যাথা।

না বুঝি অন্ত্যমিল, না মিত্রাক্ষর, না মাত্রাবৃত্ত ছন্দ ।

সহজ ভাবে বললে কথা, কি এমন তা মন্দ ?

আসল কথা, হিসেবে আমি সত্যিই আনাড়ি,

মনে নেই, কিভাবে যে হয়েছিল, আমার হাতে খড়ি।

শুধু খাগের কলম আর দুধের কালি দিয়ে____

পাতায় লেখার কথা একটু একটু মনে পড়ে।

কিন্তু সরস্বতী পূজোর পরের দিনের দধিকলম !

ঠাকুরের নামের বানান নিয়ে, সংশয় কত রকম !

হিসেব কিংবা অংক দিয়েই যদি হয়‌ কবিতার ছন্দ,

তাহলে‌ তো তা শেখা চাই ! ইচ্ছে নেই‌‌ যে ! অপছন্দ।

এ তো জানা কথা যে, অংক আছে সব কিছুতেই,

সংস্কৃত মন্ত্র না বুঝলে অং, বং, চং তো বলি তাকেই ।

ঈশ্বর যদি হন সর্বজ্ঞ, মনের কথা বুঝতেই হবে তাকে,

যে ভাষাই শিখি না কেন, "কথা" সব জায়গায় থাকে।

ক এ কথা, যদি তা হয় মনের,‌ একদম অন্তরের কথা,

যদি অন্যদের ভালো লাগে ‌তা,তাহলে কথাই কবিতা।


No posts

Comments

No posts

No posts

No posts

No posts