হার নয়'s image
Share0 Bookmarks 43591 Reads0 Likes

পুরুর জেদ দেখে স্তম্ভিত হন যেমন আলেকজান্ডার,

চার্লস টেগার্ট অবাক, জেদ দেখে বাঘা‌যতীনের !

মৃত্যু আসন্ন, তেষ্টায়‌ গলা শুকিয়ে একদম কাঠ,

বুকের ছাতি ফেটে যেতে‌ চায়, তবু মুখ ঘুরিয়ে নেয়।

খাবেনা শত্রুর হাতে জল,টেগার্ট অবাক হয়ে তাকায়।

কুখ্যাত সেই অফিসার বাঙালি বীরকে শ্রদ্ধা জানায়!


মাতা শরৎশশী আর পিতা উমেশচন্দ্র মুখোপাধ্যায়,

কয়া গ্ৰামে জন্ম হলেও বাড়ি ঝিনাইদহে,‌ কুষ্ঠিয়ায়।

বিধবা মায়ের সাথে দিদি বিনোদবালা-জ্যোতি মিলে,

মামার বাড়ি কয়ায় তারা বাড়ছিল যে তিলে তিলে।

ছোরা হাতে বাঘের সাথে করেছিলো সে মারামারি,

বাঘা যতীন নাম পেয়েছে, বাঘ পাঠিয়ে যমের বাড়ি।


বড় হলেও দুরন্তপনা কি আর একেবারে ছেড়ে যায় !

সুযোগ পেলেই কথায় কথায় সে দুষ্ট ইংরেজ পেটায়।

ঘী বিক্রির ছলে গ্ৰামে গ্ৰামে ঘোরে কুম

No posts

Comments

No posts

No posts

No posts

No posts