চুপ করে রই's image
Share0 Bookmarks 7 Reads0 Likes

মাঝে মাঝে ভুলে যাই, কারো কারো মেধা‌ বেশি,

আমার কথায় তাই তাদের, অযথাই আসে হাসি।

মানছি, আমার চিন্তা চলে তাদের চেয়ে একটু ধীরে,

তবে বুঝতে পেরে যাই‌ ঠিক সেটা, ঘন্টা‌ তিনেক পরে।

হয়তো তা সামান্য কথা, অথবা কোনো রসিকতা !

বুঝতে দেরি করে ফেলে, আমার সামান্য এই মাথা।


হয়তো এই কারনেই ওরা, নাম দিয়েছিল টিউবলাইট,

"ধীরে জ্বলি বটে,‌আলোটা দেখেছিস,সাদা ফটফটে!"

এই বলেই ওদের সাথে, চলতো আমার নির্বিষ ফাইট।

বোকা ভেবে কেউ আবার, টাইট দিতে চেষ্টা করতো,

একটুও কি লাভ হতো, বুঝলে, আনন্দ তবে তো !

কি কান্ড,বুঝতে যে আমার অনেক দেরি হয়ে‌ যেতো !


মানছি, বোকা হতে পারি, তবে ততটা বোকাও নই !

বোঝার পরেও, না বোঝার ভান করে চুপ করে রই ।


No posts

Comments

No posts

No posts

No posts

No posts