চৌঠা মার্চ's image
Poetry2 min read

চৌঠা মার্চ

Paula BhowmikPaula Bhowmik March 4, 2023
Share0 Bookmarks 7 Reads0 Likes

কেউ যদি জিজ্ঞেস করতো, কেমন আছি আমি !

ভালো থাকলে খুশি মনেই বলতাম,"ভালো আছি"।

আজ এই সহজ সরল উত্তর মুখে এলেও নিই গিলে,

কথাটা জানেন অন্তর্যামী, আমি যে একটু এলেবেলে।

শিখেছি,"আছি মোটামুটি অথবা ঠিক ঠাক" কথাটা,

জানি না তো, জীবনের শেষ দিন বা সময় কোনটা !


আজ তরু দত্তের জন্মদিন,এক বছর আগে জেনেছি,

অথচ রমেশ চন্দ্র দত্তের নাম তো স্কুলবেলায় শুনেছি !

অরু ও তরু নাকি প্রথম মহিলা, যারা বিলেতে যায়,

ভেবেছিলাম একথাটা কে যে ওদের ফরাসী শেখায় !

দুই বোনের গুণের কথায় অবাক আমায় হতেই হয়,

কবিতা,উপন্যাস লিখেছেন তরু,শুধু অনুবাদক নয়।


অরু কি করে মারা যান জানিনা, তবে তরু যক্ষায়।

টাইফয়েড হয়েছিল একবার বহুদিন আগে আমার,

উইডাল টেষ্টের কথা অবশ্য শুনেছি জীবনে বহুবার।

উইডাল কথাটার মানে কি ? সেকথা আমায় ভাবায়,

জর্জেস ফারনান্দ ইসিডর উইডাল, একজনের নাম, ফরাসী চিকিৎসক ও গবেষক,একথা গুগুল জানায়।




No posts

Comments

No posts

No posts

No posts

No posts