ভুলোনা ভুলো না...'s image
Poetry2 min read

ভুলোনা ভুলো না...

Paula BhowmikPaula Bhowmik February 18, 2023
Share0 Bookmarks 14 Reads0 Likes

ডলি দত্ত নাকি ছিল বিয়ের আগের নামটি তাঁর,

বিয়ের পর পদবি পাল্টে হয়েছিলেন ডলি তালুকদার।

নাচ,গান,অভিনয়, ব্যক্তিগত পছন্দের অনেক কিছুই,

পরিবারে সুখ-শান্তির কারণে ত্যাগ করে অনেকেই।

সংসার আঁকড়ে থাকতে চাইলেও, হয়না তা সবসময়,

সাথী কি নিতে চায় অনুমতি, পরপারে যাবার সময় !

মেয়েদের সংসারে, বোঝা হতে চায়নি স্বাধীন হৃদয়।

আপাতত ওনার একটু স্বস্তি ও শান্তির দরকার !

যাযাবর জীবন, হয়তো কারো পছন্দও হতে পারে,

কিন্তু সাধারণ মানুষ কি আর যেচে এমন কষ্ট করে ? সকলের জীবনেই একটি স্থায়ী ঠিকানা খুব জরুরী,

বড়‌ কালো টিপ, ঘোমটা মাথায় পরনে সাদা শাড়ি।

অনেকে মার্জিত রুচির ছাপ খুঁজে পেয়েছে আচরনে,

আভিজাত্য ভুলে নানা কাজ করতে হয়েছে তাঁকে,

এখন বয়েস হয়েছে, সেকথা বোঝানো যায় কাকে !

"সেদিন দুজনে" শোনান রবীন্দ্র সঙ্গীত গাইতে বলায়,

গাইতে গিয়ে চোখে জল, গলা ভেঙে আসে কান্নায়।

"হাংরি বেদুইন",ভুলোনা,ওনার কথা যেন থাকে মনে।

বৃদ্ধ বয়সে একা একা থাকা এমনিতেই কষ্টের কারণ,

সহায়-সম্বলহীন হলে মুশকিল, কি করে কাটে জীবন!




No posts

Comments

No posts

No posts

No posts

No posts