
ভালোবাসা কখনও যোগ্যতা বিচার করতে পারেনা,
তাই "সে আমার ভালোবাসার যোগ্য নয়____"
এমন কথা বলার, সত্যিই কোনো মানে হয় না।
আর ইচ্ছে করে, কাউকে ভালোবাসবো ভেবে,
সত্যি সত্যিই মন দেয়ানেয়া হয়না, ভালবাসা যায়না।
ভালোবাসা কোনো বিনিময় প্রথায় বিশ্বাস করেনা,
সুতরাং কাউকে ভালোবাসলে, সেও ভালোবাসবে,
এ কথা নিশ্চিত করে বলা, কিছুতেই সম্ভব নয়,
ভালোবাসা যে নদীর মতোই আপন খুশিতে বয়।
মানুষ যদি ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে চায়,
বালি,মাটি,পাথর দিয়ে বিশালাকার বাঁধ বানায় !
তখন তার মনের ভেতরের আবেগগুলো ফুঁসে ওঠে,
গর্জন করে, অনুভূতি দেয়ালে মাথা খুঁড়ে রক্তাক্ত হয়।
তারপর নিজেকেই করে আহত, ক্ষত-বিক্ষত,
হয়তো নিজের অজান্তেই সেই বাঁধে ফাটল ধরায়।
সেই সুযোগে মন যদি তার আসল শত্রুকে চেনে,
খুঁজছে যাকে, দেখতে পায় সে যে বাঁধা মনের কোনে।
হঠাৎ আসা বানের জলে কেউ ডোবে, কেউ ভাসে,
আর কেউ কেউ কপালগুণে খড়কুটো পেয়ে যায়।
যদি কেউ বিশ্বাস করে সেই খড়কুটো আঁকড়ে ধরে,
বোধহয় ভবনদীও পার হয় সে,সেই বিশ্বাসের জোরে।
No posts
No posts
No posts
No posts
Comments