তেজপাতা's image
Share0 Bookmarks 44362 Reads0 Likes
তেজ পাতার তেজ কতটা আছে, তার কি জানি !
তবে একটু হলেও যে এদের, দাম আছে, তা মানি।
তাই একদিন, ছেলেকে স্কুল থেকে আনার সময়, যাবার পথে, মালি দাদার কাছ থেকে এইটুকুনি,
এক তেজপাতার চারা গাছ, চল্লিশ টাকায় কিনি।
গাছটাকে নিয়ে রিক্সা করে যখন স্কুলে পৌঁছে যাই,
ছেলেদের মায়েরা আমার কান্ড দেখে অবাক সবাই।
হেসে বলে,"তেজপাতা কিনতে হবে না আর ! আর,
আমাদের তেজপাতা কেনার, কোনো প্রয়োজন নেই,
তোমার বাড়ি চলে যাবো তেজপাতার দরকার হলেই"
আমি কথাটা শুনে মনে মনে সত্যিই বেশ খুশি হই,
মুখে হেসে বলি, "নিশ্চয়ই, নিশ্চয়ই, যাবে অবশ্যই!"
না হয় খরচ হলোই বছর খানেকের তেজপাতার দাম,
শুনেছি এই গাছের নিচে খেলতো গোপাল ও সুদাম।
নতুন মাটিতে গাছটা বেশ তরতরিয়ে বেড়ে ওঠে,
বছর দুই, তিন পরে দেখি, এ গাছে

No posts

Comments

No posts

No posts

No posts

No posts