শিক্ষিত বেকার's image
Poetry3 min read

শিক্ষিত বেকার

Paula BhowmikPaula Bhowmik July 3, 2022
Share0 Bookmarks 47837 Reads0 Likes
আমরা সকলে বর্তমান যুগের শিক্ষিত বেকার,
চাকরি দিতে পারেনি আমাদের কোনো সরকার।
পড়েছি মনযোগ দিয়ে বেকার তৈরীর কারখানায়,
প্রতিষ্ঠিত হয়ে চলেছে প্রচুর স্কুল ও বিশ্ববিদ্যালয়।
ওখান থেকে ভালো রেজাল্ট করে বেরোলেই হয়না,
চাকরি চাইলেই শুনতে হয় লাখ লাখ ঘুষের বায়না।
আজ তাই কনেরা শিক্ষক পাত্রের বউ হতে চায়না,
সন্দেহ,শিক্ষক পাত্রের বাবার আছে দুনম্বরি কারবার,
জেনে শুনে এমন ঘরের গৃহবধূ হবার কি দরকার !
লোভের ফাঁদে পা দিয়ে এমন বিয়ে করেও মুশকিল,
আরো টাকার লোভেই বধূ নির্যাতন, খেতে হয় কিল,
মেরে টাকা আদায় করে, খরচটা করতে চায় উশুল।
নোবেল প্রফেশন ছিলো আগে ডাক্তারি ও মাস্টারি !
এখনকার কোচিং সেন্টার আর ডাক্তার নাকি কসাই,
পাড়ার দোকানদারেরা সকলে করেন কম্পাউন্ডারি !
চাকর হতে চেয়েছি,রাজা গজা হবার বাসনা ছিল না,
তাই বোধহয় ন

No posts

Comments

No posts

No posts

No posts

No posts