শিক্ষা's image
Share0 Bookmarks 39 Reads0 Likes
পড়ে শেখার চেয়ে ভালো দেখে শেখা,
দেখে শেখার চেয়ে ভালো ঠেকে শেখা।
জীবনের পাঠ পড়তে পড়তে চলতে গিয়ে,
জীবনের পথে হোঁচট খেতে খেতে সামলে নিয়ে,
প্রকৃত শিক্ষাটা মানুষ যায় ঠিকই পেয়ে।
প্রকৃতিই হলো এই পৃথিবীতে আসল গুরু,
এখান থেকেই হয়েছে মানুষের শিক্ষার শুরু।
পিঁপড়ে শেখায় নিয়মানুবর্তিতা কাকে বলে !
মাকড়সা শেখায় ব্যালেন্স করে কি করে চলে,
টিকটিকি কি করে সহজেই উঠে যায় দেয়ালে !
মৌমাছিরা মধু বানাতে পারে, আর মানুষ গুড় !
ইঞ্জেকশনের সিরিঞ্জকে হার মানায় মশার শুর,
কে কখন ঘুমায়, মশা ঠিক বুঝে যায়, 
আন্দাজ ও দূরদর্শীতা ওদের বহুদূর !
বাঁদরের লাঠি বেয়ে ওপরে ওঠার অঙ্ক,
কিংবা চৌবাচ্চার নলে আসা ও বেরোনো জল,
পরীক্ষা

No posts

Comments

No posts

No posts

No posts

No posts