সারপ্রাইজ's image
Poetry2 min read

সারপ্রাইজ

Paula BhowmikPaula Bhowmik May 26, 2022
Share0 Bookmarks 47368 Reads0 Likes
আছে আজ তোর মুম্বাই শহরের ফ্ল্যাট বাড়ি,
গান করে টাকা রোজগার করিস কাড়ি কাড়ি।
রেকর্ড কোম্পানীর অফিসে যাস চড়ে নিজের গাড়ি,
লোকে বলে, তোর নাকি হয়েছে পায়াভারি।
সেসব উড়ো কথায় আমি কি বিশ্বাস করি !
তুই আমাদের কাছে এখনও সেই বাবু,
ফোকলা দাঁতের হাসিতে যেমন করতিস কাবু।
শহরের ট্র্যাফিক রুলটা একটু মেনে চলিস,
কেউ বুঝবেনা তুই দেখতে পাস কি না পাস!
একটু সাবধানে কিন্তু রাস্তা ঘাট পার হোস।
ঘুড়ির কাগজ, আঠা, পুরোনো বই ও লাটাই,
আজও রাখা আছে, পেয়েছে চিলেকোঠায় ঠাঁই।
জানি তো তোদের টেরেস আছে,
কিন্তু বোধ হয় ওখানে চিলেকোঠা নেই।
সেখানে আছে নাকি এক সুইমিং পুল,
আমদের ঘরে জমে মাকড়সার ঝুল।
তোর খাবার হটডগ, পিৎজা, বার্গার,
বাটিতে মুড়ি মাখা আমাদের আহার।
মিউজিক সিস্টেমে তুই শুনিস

No posts

Comments

No posts

No posts

No posts

No posts