
Share0 Bookmarks 45 Reads0 Likes
আমার শহর যেন রাইকিশোরী, কৃষ্ণের প্রিয়তমা,
ভাগাভাগির পশ্চিম দিনাজপুরের এটি এক মহকুমা।
বহু গ্ৰামের রায় দের গঞ্জ, গড়ে ওঠে কুলিকের তীরে,
বন্দর, মোহনবাটি, বিধাননগর বাড়ে ধীরে ধীরে।
পালদের জনদরদী রাজারা সদাই প্রজার ভালো চায়,
বড় বড় পুকুর দীঘী কাটায়, খাল কেটে নদী বানায়।
বৃষ্টির রিমঝিম, পাখির কলতান, কুলিকের কল্লোল,
এখানেই যে শামুকখোল খুঁজে নেয় পছন্দের স্নেইল।
এন.এইচ.থার্টি ফোর দিনরাত জাগে শহরের পাশে,
অনায়াসে কুলিকের বুক চিরে সে যে বেরিয়ে আসে।
কদম, ইউক্যালিপটাস, কৃষ্ণচুড়া ও রাধাচুড়া ফুলের পাপড়ি ঝরে রাঙা পথ যেন থাকে কার অপেক্ষায় !হলুদ ফুলের বান্দরলড়ি/সোনাঝুরি,স্বাগত জানায়।
বেগুনী ফুলের জারুল গাছ রাস্তার ধারে সারি সারি।
এ যে আমার প্রানের শহর, রায়গঞ্জ,রাইগঞ্জ,যা বলো
এই ছোট্ট সাধের শহরটাতেই আছে যে আমার বাড়ি।
কুলিকের জল-জঙ্গ
No posts
No posts
No posts
No posts
Comments