ফ্যাশন's image
Share0 Bookmarks 44636 Reads0 Likes
"সেদিন হতে চলিল জুতা পড়া,
বাঁচিল গোবু রক্ষা পেলো ধরা।"

জুতো আবিস্কারের গল্প এমন করে কবিতায় ,
রবিন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর লিখবেন কে ?
মন্ত্রী মশাইয়ের বুদ্ধি ভারী, স্বীকার করতেই হয়।
"পূজোয় চাই নতুন জুতো" কোম্পানীর এই বিজ্ঞাপণ, দেখেছি ছোটোবেলায় লেখা হতো যত দেয়াল ময়।
জামাকাপড়ের সাথে জুতো পেলে আনন্দ ডবল হয়,
তবে নতুন জুতো পরে, হেঁটে ঠাকুর দেখা ? আর নয়!
পায়ের ছাল ওঠা, শেষে অন্য কারোর জুতো ধার !
মনে পড়ে সেসব কথা, মনে থাকবে সারা জীবনময়।
আসি রবিঠাকুরের দাদু প্রিন্স দ্বারকানাথের কথায়,
উনি নিজের জুতো পুরোনো হতে দিতেন কোথায়!
একবার নতুন জুতো পরলে একমাস আর সেটা নয়।
করোনার আগমনে

No posts

Comments

No posts

No posts

No posts

No posts