
Share0 Bookmarks 28 Reads0 Likes
আমাকেই লোকে নেউল বলে, আমিই বেজি,
জঙ্গলে টঙ্গলে হামেশাই আমি, সাপ খুঁজি।
সাপকে আমি বড়ই ভালোবাসি !
তা সে ব্ল্যাক মাম্বা হোক কিংবা গোখরো।
অনেকেই বলে সাপে নেউলে সম্পর্কটা ঘৃণার,
তা কি তোমরা সত্যিই বিশ্বাস করো ?
জেনে রাখো, এ সমস্ত আসলে মানুষের রটনা,
সাপ আমাদের প্রিয় খাদ্য, এটাই আসল ঘটনা।
সাপ আমাদের ভয় পায় নাকি মনে মনে করে ঘৃণা,
ওদের মনের কথা বাপু, আমি তো ঠিক জানি না।
অত লম্বা শরীর নিয়েও ক্ষিপ্র গতিতে করে লড়াই,
আমরাও আমাদের সাধ্য মতো খুব জোরে দৌড়াই।
চেষ্টা করি খুব, ওদের বিষ দাঁতকে এড়িয়ে যেতে,
সহজে হাল ছাড়িনা, সাপের মাংস খুব সুস্বাদু খেতে।
একটা সাপ মারতে পারলে হয় একদিনের আহার,
মিলেমিশে খাই মোরা, আছে আমাদের পরিবার ।
সাপের মতন আমরা তো নই, অতটাও স্বার্থপর,
ছেলেপুলেদের যত্ন করি, আছে আমাদেরও ঘর।
সাপের নিজেদের একটা গর্ত করারও ক্ষমতা নেই,
ইঁদুর মেরে খায়, আবার থাকে ওদের বানানো গর্তেই !
ঘোড়ার মতোই আমাদেরও ওদের বিষে কিছু হয় না,
সাপের বিষে ঘোড়া মোটে দিন তিনেক অসুস্থ থাকে!
কিন্তু সাপকে মারতে বোধহয় ওরা পারে না।
আমরাও ঐ বিষের জ্বালায় একটু কষ্ট পেলেও,
সাপকে মেরে খাই, আর সহজে মৃত্যুকে বরণ করিনা।
তার চেয়েও বড় কথা, সাপের বিষের ওষুধ জানি,
পূর্ব পুরুষদের শেখানো ঘাস,লতা বাঁচায় জীবনখানি।
No posts
No posts
No posts
No posts
Comments