মোহিত's image
Share0 Bookmarks 56 Reads0 Likes
প্রভু ও ভৃত্যের মধ্যে ভক্তি থাকতে পারে,
থাকতেই পারে ভালোবাসা বা মনের টান।
একে অন্যের জন্যে হতেও পারে মন উচাটন,
প্রভুর তরে কখনও ভৃত্য দিতেও পারে প্রাণ।
কিন্তু প্রভু ও ভৃত্যের মধ্যে প্রেমও কি হয় ?
তার আগে বোঝা চাই, প্রেম আসলে কারে কয়!
বিবেকানন্দ বলেছেন জীবে প্রেমের কথা,
কাউকেই যেন মানুষ কখনও না দেয় ব্যাথা ।
কিন্তু সেটা তো একেবারেই সম্ভব নয়,
জগদীশচন্দ্র বসুর মতে গাছেরও প্রান হয়।
কিছু খেতে গেলে গাছকে ব্যাথা দিতেই হয়।
সবজির মনলোভা রঙ দেখে যে আমরা মোহিত হই,
মুখে বলি ভালোবাসি, শেষে রান্না করে খেয়ে নিই !
আর কথাটা যদি হয় শুধুই মানুষের বেলায়,
প্রভুর ভালোবাসা পেলে কে আর হারায় হেলায়!
কিন্তু সেই ভালোবাসা বা প্রেম যদি শারীরিক হয়,
তখন কিন্তু এইসব ঘটনাকে ব্যবসা বলেই মনে হয়।
কথাটা শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই,
কেউ কেউ হয়তো পরিস্থিতিটা সহ্য করে বাধ্য হয়েই।
আবার কেউ কখনও এ অবস্থার সুযোগ নেয়,
মারে হয়তো সুযোগ বুঝে, কোনো বড়সড় দাঁও !
এই ধরণের কেলেঙ্কারিতে দোষী আসলে দুপক্ষই,
অনেকের মতো আমারও কিন্তু সেরকমই মনে হয়।
সুতরাং দেখে প্রেম মনে হলেও আসলে তা প্রেম নয়,
প্রেমের আড়ালে সেথায় গভীর স্বার্থ লুকিয়ে রয়।
অথবা পরস্পরকে দেখে ক্ষণিকের তরে মোহিত হয়।

No posts

Comments

No posts

No posts

No posts

No posts