কিশলয়'s image
Share0 Bookmarks 32346 Reads0 Likes
আমরা দশম উত্তীর্ণ। আমরা কিশলয়। আমরা সবুজ। আমরা নূতন প্রাণ। আমরা যুদ্ধ চাই। না, শান্তি আমাদের প্রিয় নয়। শান্তি মানেই যেন মৃত্যু।
শান্তি মানেই যেন শীতল। শান্তি বড়ই ন্যাতপেতে।
আমরা সারাজীবন যুদ্ধের মহড়া খেলতে চাই। আসল যুদ্ধ হলে লড়তে চাই। লড়তে লড়তে চাই মরতে ।
পরমবীর উপাধি পেতে চাই। কে চায় অবসর ! চাকরি মাত্র চারবছর?

জীবন থেকে দিয়ে দেবো মাত্র চারটে বছর ! তারপর মানুষ হয়ে ফিরে এসে, ইচ্ছে হলেই ট্রেনিং নিতে পারবো ! চাইলে আবার পড়বো। হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট পাবো। সেসব খরচ বহন করবে সরকার! সাথে গোল্ডেন হ্যান্ডসেক, আবার চাকরির পরীক্ষায় বসার সুযোগ, অথবা অন্য যেকোনো কাজ। চার বছর পর আমার মতোই আমার দেশের আরো অনেক দশম পাশ ভাই, পাবে এই একই রকম সুযোগ। 
এভাবেই দেশ এগিয়ে যাবে। সারা দেশের গ্ৰামের স্বল্প শিক্ষিত ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে।
ভাইয়ে ভাইয়ে হানাহানি কমবে। অনেক বেশি পরিবারের এতে উপকার হবে। আর হঠাৎ কেউ দেশসেবার কারণে মৃত্যুবরণ করলে কোটি টাকার বিমা নাকি পেয়ে যাবে!

আমরা তো আসলে কিশোর। ক

No posts

Comments

No posts

No posts

No posts

No posts