খাওয়ার পাতে's image
Poetry2 min read

খাওয়ার পাতে

Paula BhowmikPaula Bhowmik May 10, 2022
Share0 Bookmarks 48479 Reads0 Likes
রবি, তুমি শুধু বাংলার কবি নও, বাঙালিরও নও,
তুমি বিশ্বের কবি, তুমি যে বিশ্বমানবের কবি !
তুমি মানুষের অন্তরের গভীরের যত কথা, বুঝে যাও,
অনুভবের ছোঁয়ায় তন্ত্রীতে, তন্ত্রীতে সাড়া জাগাও !
অবহেলিত, অবাঞ্ছিত কিশোরের মনের ভাষা,
কি করে যেন তোমার লেখায় জীবন ফিরে পায়।
তোমার শহরের কিনু গোয়ালা, ইট-কাঠের ঐ শহরে,
অনায়াসে কি সহজে সব অলি গলি চিনে যায়।
তোমার ট্রেন যাত্রা, রানুকে লেখা মেলার চিঠি,
জানোতো? লেখা পড়লেই সবকিছু চোখে দেখা যায়।
কলম দিয়ে তোমার ডাইরির কাটাকুটি গুলোও,
তোমার হাতের ছোঁয়া পেয়ে কেমন ছবি হয়ে যায়।
গানের স্বরলিপি সৃষ্টি করে গান গাও, গান করাও ।
তোমার লেখা গানের আলো আজও পথ দেখায়,
অবসাদ ভুলে মানুষকে জীবনের পথে চলা শেখায়।
মনের গভীরে অনুরণন তুলে, আজো ভালোবাসায়! 
তোমার "একলা চলো" ডাক ম

No posts

Comments

No posts

No posts

No posts

No posts