
Share0 Bookmarks 0 Reads0 Likes
নিজের হাতের ওপর হাতটি রেখে একা ঘরে,
দন্ড দুয়েক বসতে চাই, তা আর পারি কোথায় ওরে!
নিজের মনে কথা বলার, একটু ভাবার সময় কোথায়,
আমায় বুড়ো আঙুল দেখিয়ে,সময় ঠিকই বয়ে যায়। মাঝে মাঝে সময় পেলে যখন আয়নায় তাকাই,
চলে যাই কিশোরী বেলার সে মুগ্ধতায়, অকারণেই।
বেশ খুশি হই নিজের সাথে লুকোচুরির এই খেলায় ,
একা একাই ইচ্ছেমত নানা রঙের মুখোশ পাল্টাই।
সেই যে দেওয়া, নেওয়া কুলের আচার হজমি গুলি,
বন্ধু-বান্ধব আমার যত, কোথায় যে সব চলেই গেলি !
হাতাপাতি হা হা, কাক ডাকে কা কা, রসকষবুলবুলি,
হাতে ছুঁয়ে তেমন নির্মল আনন্দ আর কি পেলি ?
কি করে যেন সবাই দিনে দিনে বড় হয়ে গেলাম,
মনে সঙ্কোচ এলো, সমাজের নিয়মে বাঁধা পড়লাম।
পাছে লোকে কিছু বলে, হয়না একসাথে পথ চলা,
হাতে হাত রাখা দূরের কথা, বারণ ফোনে
দন্ড দুয়েক বসতে চাই, তা আর পারি কোথায় ওরে!
নিজের মনে কথা বলার, একটু ভাবার সময় কোথায়,
আমায় বুড়ো আঙুল দেখিয়ে,সময় ঠিকই বয়ে যায়। মাঝে মাঝে সময় পেলে যখন আয়নায় তাকাই,
চলে যাই কিশোরী বেলার সে মুগ্ধতায়, অকারণেই।
বেশ খুশি হই নিজের সাথে লুকোচুরির এই খেলায় ,
একা একাই ইচ্ছেমত নানা রঙের মুখোশ পাল্টাই।
সেই যে দেওয়া, নেওয়া কুলের আচার হজমি গুলি,
বন্ধু-বান্ধব আমার যত, কোথায় যে সব চলেই গেলি !
হাতাপাতি হা হা, কাক ডাকে কা কা, রসকষবুলবুলি,
হাতে ছুঁয়ে তেমন নির্মল আনন্দ আর কি পেলি ?
কি করে যেন সবাই দিনে দিনে বড় হয়ে গেলাম,
মনে সঙ্কোচ এলো, সমাজের নিয়মে বাঁধা পড়লাম।
পাছে লোকে কিছু বলে, হয়না একসাথে পথ চলা,
হাতে হাত রাখা দূরের কথা, বারণ ফোনে
No posts
No posts
No posts
No posts
Comments