গোভূত's image
Share0 Bookmarks 0 Reads0 Likes
মনে মনে যদি সদা "হরেকৃষ্ণ হরে রাম" গান গাই,
জানি আমি, তাহলে তো কারোর কিছুই বলার নেই।
কারণ শুনেছি, এটা নাকি প্রিয় গান অনেকেরই!
কিন্তু যদি তা শুনতে গিয়ে জোরে মাইক বাজাই !
হরে কৃষ্ণ হরে রাম চিৎকারে লোকের মাথা ধরাই ?
প্রহরের পর প্রহর ধরে একই ভাবে  সময় বয়ে যায় !
অষ্ট প্রহরে মন শান্ত না হলে, বা চাল-ডাল বেশী হলে,
নামগান তখন যদি ছাপ্পান্ন প্রহরের দিকে গড়ায় ?
খিচুড়ির আশায়, আসরে দলে দলে লোক জমে যায়!
ইচ্ছে তো হয় ঐ গানের তালে তালে কান নাড়াই।
মাঝে মাঝে আবার ইচ্ছে হয় গোভূত হয়ে যাই,
যতই কেউ আমাকে শুনিয়ে শুনিয়ে বলুক না কেন!
"পেঙ্গিও গাই ! হ্যাও যায় ঝরা খেতের ফাই" !
ঝরা ধান সব যাবে ইঁদুরের গর্তে !
খুঁটে খাবার জন্য ওরাই আছে শুধু মর্ত্যে ?
একবার যদি গোভূত হতে পারি কোনোমতে,
স্বাদের বিচার আর আমার থাকবেনা।
কচি সুস্বাদু সবুজ ঘাস আর খুঁজতে হবেনা !

No posts

Comments

No posts

No posts

No posts

No posts