গন্ধটা কোথায়'s image
Poetry3 min read

গন্ধটা কোথায়

Paula BhowmikPaula Bhowmik May 22, 2022
Share0 Bookmarks 48051 Reads0 Likes
এই ভারতের মানুষের "নানা ভাষা, নানা পরিধান",
পড়েছি ছোটোবেলায়, ভারতীয় বলে, করি অভিমান।
ভারতের নানা প্রদেশের নানা ভাষা তো জানা নেই,
এক কথা নানারকম ভাবে বলে বাংলার লোকেই।
কাল রাতের বৃষ্টিতে মাঠ ভরে গেছে জলে,
মুড়ি ওয়ালি দিদি আজো ডাক দিয়েছিলো সকালে।
"ও দিদি, শাক নিবি ?" কদিন থেকে দেখি যায় ডেকে,
"মুড়ি লাগবে নাকি গে?" কথাটা বলে সে বেশ হেঁকে।
আমি শুনে পাশ ফিরে শুই, মুখ বুজে চুপ করে রই।মুড়ি পাওয়া যায় দোকানেই, সহজে কি শেষ হয় !
ও জেনে গেছে টাটকা শাক আমি কত্তো ভালোবাসি,
অবশ্য কথাটা বলতে নেই, খাই, অনেকটা যেন ছাই !
"নেবো তো", উত্তর দিই আমি,শাকের কথা শুনে তাই।
লাফিয়ে বিছানা ছাড়ি, চাবি নিয়ে প্রায় দৌড়ে যাই,
তালা খুলে ওকে আদর করে ডেকে, বাড়ি ঢোকাই।
"শাক ও মুড়ি দুটোই নেবো, কি শাক এনেছো ভাই ?"
"খারকন আছে, পাট শাক আছে, গিমা তিতা আছে,"
পাটশাক মিষ্টি না তেতো, একথা জিজ্ঞেস করায়,
"মিষ্টি" বলে ছোট্টো করে একটু হেসে উত্তরটা দেয়।
এক দিনে আর কত রকম শাক মানুষে খায় !
দিদার ভাষায় "খারমান"

No posts

Comments

No posts

No posts

No posts

No posts