
Share0 Bookmarks 56 Reads0 Likes
এখন বাজে সকাল ছয়টা ষোলো,
"মধুচন্দ্রিমা" র আমার কথা মনে এলো !
এখন মেঘলা সকাল, সূর্যের দেখা নেই,
চাঁদ তো অনেক দূরের ব্যাপার, মনে মধু কই ?
বেড়াতে ভালোবাসাটাই শেষ কথা নয়,
সময়, টাকা, ইচ্ছে, সুস্থতা ও এনার্জি চাই।
তার ওপর দুজনে আবার সহমত হতে হয় !
কিন্তু আমি যে এক তর্কবাগীশ ওস্তাদ নারী !
প্রথমেই আমার "টিটোটেলার" খেতাব জুটে যায়।
একজন "চুপকথা" মানুষের কি করে সহ্য হয় ?
মাঝে মাঝেই ভাবি আমি বোবা হলে কেমন হতো !
বাড়িতে অথবা বেড়াতে গিয়ে সে কি আনন্দ পেতো !
কখনও বা আমি তাকে রেখেই, কাছেই একটু হারাই,
তাতে করে নাকি আমি ওনাকে টেনশন দিই !
কি করি, হঠাৎ করেই জলে, জঙ্গলে গন্ধর্ব খুঁজে পাই,
ওদের সুর শুনে, রঙ দেখে যে মোহিত হয়ে যাই।
সোনা ব্যাঙের বছরে একদিনের কাঁচা হলুদ
No posts
No posts
No posts
No posts
Comments