চলমান's image
Share0 Bookmarks 31599 Reads0 Likes
রাস্তার মতোই চলমান, মানুষের থামার উপায় নেই,
অচেনা পথকে বরণ করতেই হয় জন্মের পর থেকেই।
কখনও কখনও কোনো রাস্তাকে দূর থেকে দেখে,
যেন নামহীন কোনো একটা নদীর মতোই মনে হয়।
অমন রাস্তার প্রেজেন্ট কনটিনিউয়াস নাম দিলে হয়।
চেনা পথেই যে হাঁটতে হবে এটা কোনো কথা নয়,
মাঝে মাঝে অচেনা, অজানা, নতুন পথে চলতে হয়।
তাতে, একটা পথ আবিষ্কারের আনন্দ পাওয়া যায়!
আনন্দ পাওয়ার জন্যেই তো মানুষ করে প্রচেষ্টা,
নতুন আবিষ্কারগুলো এভাবেই প্রতিষ্ঠা পায় শেষটা!
অনায়াসে মজা করে হঠাৎ আনন্দ খোঁজা মন্দ নয়।
এমনিতে তো পথের সাথেই কোথাও যেতে হয়,
আর সে পথ যদি নতুন হয় ? শুরুটা জানা,শেষ নয় !
তবে তো পথ চলার আনন্দটা বহুগুণ বেড়ে যায়।
বরং কখনও চেনা পথে চলাকে কাজ বলে মনে হয়,
অবসাদ ঘিরে ধরে, যদি সেই পথে একলা যেতে হয়।
জীবনে

No posts

Comments

No posts

No posts

No posts

No posts