
Share0 Bookmarks 62 Reads0 Likes
কিছু স্বপ্ন দেখা হয়ে গেছে, কিছু দেখা আছে বাকি,
আর কিছু অজান্তেই নিজের মনে লুকিয়ে আছে ____
যেকোনো মুহুর্তে তারা অনায়াসে দিতে পারে ফাঁকি।
তাই তো প্রতিটি স্বপ্নের নিখুঁত ছবি আঁকতে চাই,
কল্পনার জগতে মাঝে মাঝে সাঁতারে গা ভাসাই।
ছোটোবেলার সেই নির্মল আনন্দ কি আর কেউ,
পেতে পারে বুড়ো হলে তার নিজের বড়বেলায় !
সারাজীবন খুঁজে খুঁজে ঘোরে একটু সুখের আশায় !
হাতড়ে যদি কিছু বালি পাই, মুঠো ভরে ধরতে চাই,
বুঝিনা কখন যেন মুঠো আলগা হয়ে সব ঝরে যায়।
এক মুঠো বালিতে আছে কত না হাজার বালুকনা !
তাতে আলো পড়ে যত রঙ ঠিকরে বেরোয় ,
সে সব রঙের নাম তো আমি নিজেও জানিনা ।
রামধনুর সাত রঙে ওরা মিশে মিশে আরো রঙ হয়,
একটা খাতায় তাদের কি করে আঁটানো যায়!
একটি পুরো দিনের নানা সময়ে নানা ক্ষনে,
No posts
No posts
No posts
No posts
Comments