আনন্দের পূনর্জন্ম's image
Article3 min read

আনন্দের পূনর্জন্ম

Paula BhowmikPaula Bhowmik May 8, 2022
Share0 Bookmarks 47870 Reads0 Likes
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতে,"বাঙ্গালা দেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তার, হুতোম প্যাঁচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব হওয়া নিতান্ত আবশ্যক।"

কথাটা মনেপ্রাণে বিশ্বাস করি। আর কোন মানুষের মধ্যে যে কি গুণ লুকিয়ে থাকে কিছুই বলা যায় না। 
তাই অন্তত কোনো কাজকেই ছোটো বলে ভাবতে পারিনা। মনে হয় কটা পিঁপড়ে বা মশাও কোনো না কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি কিছু জানে বা বোঝে।

যতই দেখিনা কেন যে আম গাছের বীজ থেকে শুধুমাত্র আমগাছই হয় বা নিম গাছের বীজ থেকে শুধুই নিম গাছ তবু তখন চুরাশী লক্ষ জন্মের কথা আমাদের পূর্বসূরীদের মুখে শুনে, হেসে উড়িয়ে দিতে পারিনা কিছুতেই ।

সমস্ত পৃথিবীর জীবজগৎ সম্পর্কে কতটুকুই বা জানি! আর জানিনা বলেই কোথাও কোনো প্রতিভার বিকাশ হতে দেখলে মনে মনে পুনর্জন্মের কথা ভাবি। ইচ্ছে ক'রে না ভাবলেও ভাবনাটা এসেই যায়। আসলে প্রতিভার স্ফুরন এমন এক আশ্চর্য ব্যাপার যে আমরা সকলেই অবাক হতে বাধ্য হই।

আর মানুষ যখন এরকম অবাক হয় তখন সেই ঘটনাটিকে অস্বাভাবিক বলেই ভাবে ।

No posts

Comments

No posts

No posts

No posts

No posts