
Share0 Bookmarks 39 Reads0 Likes
স্বপ্ন যদি সত্যি হতো, তবে তো বেশ মজা হতো,
ছাগলের নাদি গুলো তখন অবশ্যই বোদে হতো!
বলা যায় না কারো কারো স্বপ্নে ওগুলো হয়তো___
খুব দামী পাথর, হীরে, পান্না, চুনী কিংবা মুক্তো হতো!
ধর্ম নাশ হবার ভয়ে লোকজন তা এড়িয়ে না গিয়ে,
কুড়ানোর জন্যে একদম হুড়োহুড়ি পড়ে যেতো।
এমনকি স্বপ্ন ভেঙে যাবার পরেও মানুষ এসব ভেবে,
কাজকর্ম না করে শুধু বসে বসে জাবর কাটতো।
তা নাহলে জাগার পরেই আবার ঘুমোতে চাইতো!
সকলেই ঘুমের ব্যাপারে কুম্ভকর্ণ কে হার মানাতো।
স্বর্ণচম্পার বীজ যদি সত্যিকারের মুসুরির ডাল হতো,
বাড়িতে একটু জায়গা থাকলে আর কিছু না লাগাক,
সকলে বাড়িতে একটা করে স্বর্ণচম্পার গাছ লাগাত।
মানুষের পৃথিবী ভ্রমনের ইচ্ছে এত বেশি চাগাড় দিত,
অনে
No posts
No posts
No posts
No posts
Comments